চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানায ছাপানো হচ্ছিল বিদেশি মুদ্রা- ডলার, ইউরো, রিয়াল ও দিরহাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরের বহদ্দারহাট নুর হাউজিং এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তামজিদ নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল থেকে বহদ্দারহাটের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, অভিযানে তামজিদ নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেসে এসব জাল মুদ্রা ছাপানো হয়। পরে তা সংগ্রহ করে তিনি সরবরাহ করতেন।
র্যাব জানায়, অভিযানে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম মহানগরে এ ধরনের জাল বিদেশি মুদ্রা তৈরির ঘটনা সাম্প্রতিক সময়ে এটিই প্রথম বলে জানিয়েছে র্যাব।
এমআই /টিসি