ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৬০ ইয়াবার মামলায় ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, অক্টোবর ১৪, ২০২৫
৬০ ইয়াবার মামলায় ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি ইয়াবা উদ্ধারের মামলায় আব্দুন নূরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুন নূর, নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার নুরুল ইসলামের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাতে নগরের বাকলিয়া থানা পুলিশ নগরের মিয়াখাননগর এলাকার বাদামতলী মোড়ের খান মার্কেটের সামনে অভিযান চালায়।

এ সময় আব্দুন নূরের দেহ তল্লাশি করে ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এইচএস আবুল হাসান বলেন, পাঁচ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আব্দুন নূরকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড,পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।