চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি ইয়াবা উদ্ধারের মামলায় আব্দুন নূরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের আদালত এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর রাতে নগরের বাকলিয়া থানা পুলিশ নগরের মিয়াখাননগর এলাকার বাদামতলী মোড়ের খান মার্কেটের সামনে অভিযান চালায়।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) এইচএস আবুল হাসান বলেন, পাঁচ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আব্দুন নূরকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড,পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এমআই/টিসি