ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাহিন হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, অক্টোবর ১৪, ২০২৫
মাহিন হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যাকাণ্ড মামলায় তানভীর হোসেন (১৮) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ফটিকছড়ির ৫নং ওয়ার্ডের সাকর আলী তালুকদার বাড়ির পার্শ্ববর্তী আত্বীয়ের ঘর থেকে তাকে গ্রেপ্তার করে।

তানভীর ঐ এলাকার মো. আবছারের ছেলে।  

ঘটনায় আহত মানিক জানান, তানভীর ঘটনার দিন মাহিন, রাহাত ও আমাকে দড়ি দিয়ে বেঁধে সূচের আঘাতে নির্যাতন করে।

এতে ঘটনাস্থলে মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাহাত ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি তানভীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সে এলাকায় ফিরেছে। পরে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, প্রাথমিক তদন্তে মাহিন হত্যাকাণ্ডে তানভীরের সরাসরি সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।  

তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ড মামলায় মোট ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তানভীরসহ মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হলেও মূলহোতা মাস্টার নাজিম, মহিউদ্দিন, তৈয়ব এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।