ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, অক্টোবর ১৩, ২০২৫
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে কর্মশালা ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে ‘Insights on Quantitative Data Analysis’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আইকিউএসি এর পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করন এর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েব, ফ্যাসিলিটেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব উদ্দিন।

বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. নুরুল আনছার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষার মূল বিষয় হচ্ছে গবেষণার মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তোলার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করা।

একজন শিক্ষককে সবসময় নিজেকে গবেষণায় নিয়োজিত রাখতে হবে যাতে নিজের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থীরা এর সুফল পায় সেটি নিশ্চিত করতে হবে। বর্তমান প্রতিযোগিতার এই বিশ্বে আপনি নিজেকে যত বেশি দক্ষ হিসেবে তৈরি করতে পারবেন ততই আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। এই ওয়ার্কশপ থেকে আপনারা গবেষণা করার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা পাবেন।

ফ্যাসিলিটেটর প্রফেসর ড. মো. আফতাব দন বলেন, উচ্চ শিক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। তবে পরেবণা করার ক্ষেত্রে অনেক নিয়মনীতি ও তথ্য উপাত্তের সংযোগ গঠিয়ে সেটিকে উপস্থাপন করতে হয়। একজন গবেষকের গবেবণার মূল বিষয় হচ্ছে গবেষণা সংক্রান্ত ডাটা সংগ্রহ করা এবং সেই ডাটার বিশ্লেষনের মাধ্যমে সেই গবেষণাকে বাস্তবভিত্তিক হিসেবে তৈরি করা। গবেষণার ক্ষেত্রে অনেকেই সঠিক নির্দেশনার অভাবে যা অনভিজ্ঞতার কারণে তাদের গবেষণা পরিপূর্ন করতে পারেন না ফলে গরেধণা করার জন্য আগ্রহ হারিয়ে ফেলেন। সেই ক্ষেত্রে গরেবণায় মনোনিবেশ করার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আজকের এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আশা করছি আজকের এই সেশন থেকে আপনারা পদেবণার বিষয়ে অনেক ধারণা পাবেন, যা আপনাদের আগামী দিনে গবেষণার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের সব শিক্ষক সংশগ্রহণ করেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।