চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ শওকত নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় দগ্ধ শওকত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এমআই/পিডি/টিসি