ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচনে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি শিবির সমর্থিত প্যানেলের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, অক্টোবর ১৩, ২০২৫
চাকসু নির্বাচনে ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি শিবির সমর্থিত প্যানেলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে অনলাইনে মিথ্যা তথ্য, বিভ্রান্তি এবং সাইবার বুলিং মোকাবিলায় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপন করেন প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং সাইবার বুলিং আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিভিন্ন প্রার্থী ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভুয়া পোস্ট ও বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে।

কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ”

তিনি আরও বলেন, “নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ প্রশাসনের কাছে দাখিল করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। ”

ছাত্রশিবির সমর্থিত এই প্যানেল নির্বাচনের দিন অভিযোগ নিষ্পত্তির জন্য একটি “ইমার্জেন্সি রেসপন্স টিম” গঠনের দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে হাবিব বলেন, “এই টিমে প্রশাসনের প্রতিনিধি ছাড়াও প্যানেলগুলোর মনোনীত সদস্য থাকতে হবে, যাতে অভিযোগের সমাধান হয় স্বচ্ছ ও দ্রুত। ” 

এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে সহায়ক পরিবেশ তৈরির দাবি জানিয়ে তিনি বলেন, “ভোটকেন্দ্রে আলাদা সহায়তা ডেস্ক, নির্দেশনা ব্যবস্থা এবং ব্রেইল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। এটি কেবল প্রশাসনিক নয়, নৈতিক দায়িত্বও। ”

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য সদস্যরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।