ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, অক্টোবর ১৩, ২০২৫
ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের দায়ে মো. ইসমাইল (৪৬) নামে এক মাদরাসা শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫ এর বিচারক সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. ইসমাইল (৪৬)। তিনি নগরের একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক এবং লোহাগাড়ার চরম্বা এলাকার বাসিন্দা।

সরকারি কৌঁসুলি (পিপি) আকবর আলী জানান, আদালত আসামি মাদরাসা শিক্ষক ইসমাইলকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১২ বছর বয়সী এক হেফজ ছাত্রকে মাদরাসা ষষ্ঠ তলার গোসলখানায় নিয়ে বলাৎকার করেন শিক্ষক ইসমাইল। এরপর ৫ অক্টোবর শিক্ষার্থীর মা সাক্ষাৎ করতে গেলে ছেলেটি তলপেটে ব্যথার কথা জানায়। বাসায় ফেরার পর সে মাকে বিস্তারিতভাবে ঘটনাটি জানায়। পরে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলে অভিযুক্ত শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়। শিক্ষার্থীর মা বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে ইসমাইলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।