ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাহনগর দারুল উলুম মাদরাসা প্রবাসী পরিষদের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, অক্টোবর ১৩, ২০২৫
শাহনগর দারুল উলুম মাদরাসা প্রবাসী পরিষদের সভা

ফটিকছড়ির শাহনগর দারুল উলুম মাদরাসার প্রবাসী সহায়তা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১২ অক্টোবর) বাদে এশা দেরা দুবাই সোনার গাঁ রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহনগর দারুল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মো. ইসমাইল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুবাই শাখার পেশ ইমাম হাফেজ মো. নুরুল হুদা এবং প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মহসিন কবির।  

মোহাম্মদ আবুল বশর ও হাফেজ মোহাম্মদ নজরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুল্লাহ।

মতবিনিময় সভায় মুহসিন কবিরকে সভাপতি এবং মোহাম্মদ হাবিব উল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শাহনগর দারুল উলুম মাদরাসা প্রবাসী সহায়তা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় প্রবাসী সদস্যরা মাদরাসার অগ্রগতি, শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজ এলাকার শিক্ষা, ধর্ম ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।  

পরে সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক হাফেজ মো. ইসমাইল মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।