ফটিকছড়ির শাহনগর দারুল উলুম মাদরাসার প্রবাসী সহায়তা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বাদে এশা দেরা দুবাই সোনার গাঁ রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আবুল বশর ও হাফেজ মোহাম্মদ নজরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুল্লাহ।
সভায় প্রবাসী সদস্যরা মাদরাসার অগ্রগতি, শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজ এলাকার শিক্ষা, ধর্ম ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
পরে সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক হাফেজ মো. ইসমাইল মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পিডি/টিসি