ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দেশে সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয়: ড. জিয়াউদ্দীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, অক্টোবর ১৪, ২০২৫
দেশে সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয়: ড. জিয়াউদ্দীন

চট্টগ্রাম: ওজন ও পরিমাপ নিয়ে সমস্যা শুধু বাংলাদেশের নয় উল্লেখ করে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এ সমস্যা আরও প্রকট।

দেশের বিভিন্ন অঞ্চলে মেট্রিক পদ্ধতি ছাড়া ভিন্ন ভিন্ন এককে ওজন পরিমাপ করায় পণ্য বেচাকেনায় শুধু বিভ্রান্তিরই সৃষ্টি হয় না বরং প্রতারণারও সুযোগ তৈরি হয়। দেশে একজন সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয় কারণ অসৎ পথে যারা চলে তারা নিয়ম ভাঙার সুযোগ সুবিধা নিয়ে ফেলে।
তাই আমাদের ব্যবসা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য সব ক্ষেত্রে মান আবশ্যক।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবসে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় 'Shared vision for a better world-Standard for SDGS' অর্থাৎ 'সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান'।  

বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সক্রিয়তা ও কার্যক্রমের ফলে দেশে ওজন ও পরিমাপ সংক্রান্ত অনেক সমস্যাই সমাধান সম্ভব হয়েছে। তবে শুধু বিএসটিআইর প্রচেষ্টাই যথেষ্ট নয় আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল মনোভাবও জরুরি।  

তিনি সবাইকে নিজের জায়গা থেকে অন্যকে ওজনে কম না দেওয়ার এবং অন্যের কাছ থেকে পণ্য সঠিক পরিমাণে বুঝে নেওয়ার আহবান জানান।  

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অফিস প্রধান ও উপপরিচালক প্রকৌশলী মো. গোলাম রাব্বানী।  

তিনি বলেন, মান শুধু একটি বাণিজ্যিক ধারণা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং উন্নত জীবনের ভিত্তি। বিশ্ব মান দিবসে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে এসডিজি লক্ষ্যমাত্রা ১৭, অর্থাৎ ‘লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব’। শিল্পপ্রতিষ্ঠান, উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হলো বিএসটিআইর মানদণ্ড মেনে টেকসই ও পরিবেশবান্ধব পণ্য তৈরি ও আমদানি করা। অন্যদিকে ভোক্তা সাধারণের উচিত মানসম্পন্ন পণ্য কেনা এবং এ বিষয়ে সচেতন হওয়া; এভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসডিজি ১৭ সহ সব লক্ষ্য অর্জন সম্ভব।  

শিল্পায়ন ও রপ্তানি খাতের প্রবৃদ্ধির জন্য বিএসটিআই চট্টগ্রাম অফিস সম্প্রসারণ, আধুনিকীকরণ ও নতুন ল্যাব স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা আন্তর্জাতিক মানের পরীক্ষণ ও ক্যালিব্রেশন সেবা নিশ্চিত করছে। হালাল সার্টিফিকেশনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি ওজন ও পরিমাপের সব ক্ষেত্রে জাতীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি সম্প্রসারণ এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সবার সহযোগিতার মাধ্যমে বিএসটিআই অবদান রাখতে সচেষ্ট।

বিশ্ব মান দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।  

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।  

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত মতবিনিময় করে সমস্যা চিহ্ণিতকরণ ও সমাধানের জন্য বিএসটিআইকে অনুরোধ জানান।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।