চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ফুলকলি ও মিষ্টি ফুল নামে দুই প্রতিষ্ঠানের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণের দায়ে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ধারায় তিন লাখ টাকা এবং মিষ্টিফুল সুইটস এণ্ড বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও হাইড্রোজের ব্যবহারের প্রমাণ মেলায় মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান ভভিষ্যতে অব্যবহত থাকবেন বলেও জানান তিনি
এমআর/টিসি