চট্টগ্রাম: অপহরণের ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে নগরের চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকা থেকে ৫ মাসের শিশুকে উদ্ধার এবং অপহরণের মূল হোতা মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ সূত্রে জানা যায়, বাঁশখালীতে মঙলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে মো. মনজুর আলম শিশুপুত্র মো. আদিয়াতকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় প্রতিবেশী রিদুয়ান শিশুকে কোলে নিতে চায়।
এ ঘটনায় শিশুর বাবা মো. মনজুর আলম বাঁশখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসাইন জানান, অভিযোগ পেয়ে র্যাব-৭ অভিযানে নামে। অপহরণ চক্রের মূল হোতা গ্রেপ্তার এড়াতে নগরে অবস্থান করার খবরে দেবপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী পটিয়ার মধ্যম বরুলিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়।
রিদুয়ান ও আমিনুল দু’জনই পূর্ব পরিচিত। আমিনুল রিদুয়ানকে বলেছিল, তার বোন রোবাইদা সুলতানা তানজুর বাচ্চা নেই। তার একটা বাচ্চা দরকার। তানজুর বাড়ি চন্দনাইশে। এর আগে আমিনুল রিদুয়ানের সাথে বাঁশখালীও গিয়েছিল। রিদুয়ান শিশুটিকে অপহরণ করে আমিনুলের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
চন্দনাইশ থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করা হয়। আসামিকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এসি/টিসি