চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল মনোনীত প্যানেল।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রদল প্যানেলের সংবাদ সম্মেলনে ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন এই দাবি করা হয়।
ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে সাতটি অভিযোগ করা হয়।
ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাস সত্ত্বেও এলইডি স্ক্রিন ও ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের ব্যবস্থা ঠিকভাবে কাজ করেনি। এমনকি কমিশন আগের দিন প্রজেকশন মিটিংয়ে মাইক ব্যবহার করে নিয়ম ভঙ্গ করেছে বলেও দাবি করা হয়।
চাকসুর জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেন, আমাদের আইডি কার্ড ও ছবি দেখেও কিছু ভোট গ্রহণকারী স্বাক্ষরহীন ব্যালট দিয়েছেন। ফরহাদ হলে ৪৩১ ও ৪৩২ নম্বর বুথে এক নারী সদস্যের স্লিপ বিতরণের প্রমাণ আছে। নতুন কলা অনুষদে আমাদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলার চেষ্টা হয়। এই নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ হয়নি। একাধিক শিক্ষকের পক্ষপাতমূলক আচরণ ও সংগঠনভিত্তিক প্রচারণা চলেছে ক্যাম্পাসে। আমার হাতের কালি পর্যন্ত মুছে গেছে।
এমআই/পিডি/টিসি