চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে মাস্টারদা সূর্য সেন হলের ফলাফলেও এগিয়ে গেল ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এছাড়া জিএস পদে এগিয়ে গেছেন শিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার এ তথ্য জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ এম আরিফুল হক সিদ্দিকী। মাস্টারদা সূর্য সেন হলের ফলাফলে ভিপি পদে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ১৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট, এছাড়া জিএস পদে ছাত্রদল প্যানেলের শাফায়াত হোসেন পেয়েছেন ৫৪ ভোট, শিবির প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী জানান, মাস্টার দা সূর্য সেন হলে মোট ভোটার ছিল ৫১৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৬৭ টি। এ হলে ভোট পড়েছে প্রায় ৭১ শতাংশ। এখন পর্যন্ত ভোট গণনা সুষ্ঠুভাবে চলছে। এর আগে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল প্রকাশিত এতে ৩৪ ভোটে এগিয়ে ছিল ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ একই হলে জিএস পদে ২৯ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সুর্দশন চাকমা।
এমআর/টিসি