ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিমান দুর্ঘটনায় চসিক মেয়রের শোক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জুলাই ২১, ২০২৫
বিমান দুর্ঘটনায় চসিক মেয়রের শোক 

চট্টগ্রাম: রাজধানীর মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় মেয়র বলেন, মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

 

এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে আহত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।