চট্টগ্রাম: রাজধানীর মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় মেয়র বলেন, মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে আহত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। এদের বেশিরভাগই শিক্ষার্থী।
এআর/পিডি/টিসি