চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ছিল এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সেদিন বুকের রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার ও ভবিষ্যতের জন্য আত্মত্যাগ করেছিলেন জুলাই যোদ্ধারা।
রোববার (২০ জুলাই) টরন্টোর বাংলাদেশ-কানাডিয়ান কমিউনিটি সেন্টারে কানাডা বিএনপির উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
টরন্টোর এই আলোচনা সভায় কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আগতরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মেয়র বলেন, সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছে, সেগুলোই আসল সংস্কার। জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথা আইন প্রণয়ন হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। বিএনপির হাত ধরেই দেশে বহু সংস্কার হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ৯০ পরবর্তী সংসদীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন বিএনপির মাধ্যমেই হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই পুনরায় গণতন্ত্র ফিরে আসবে।
কানাডা বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্টারিও বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. কামরুল হুদা সোহেল, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফারুক খান, কানাডা বিএনপি পূর্ব শাখার উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, কানাডা বিএনপির সহ সভাপতি ডা. আবু ফাত্তাহ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শাহীন, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিমন ইসলাম, বিএনপি নেতা ডা. মাহবুব আলম, ডা. আজমির হোসেন, দিদারুল আলম, যুবদল নেতা রাহেল প্রমুখ।
পিডি/টিসি