চট্টগ্রাম: ফটিকছড়িতে বালু মহল নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যার প্রতিবাদে ডাকা মানববন্ধনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন।
বুধবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বাগানবাজার গার্ডের দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ফটিকছড়িন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামসুদ্দিন বাংলানিউজকে জানান, কৃষক হত্যার ঘটনায় মানববন্ধন করতে গেলে আসামি পক্ষের লোকজন এসে হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টায় মানববন্ধন করতে যান নিহত কৃষক দুলায়েত হোসেনের পক্ষের লোকজন। কিন্তু অপরপক্ষ বাধা দিতে আসে। এসময় দুই পক্ষই লাঠিসোটা নিয়ে মারামারিতে জড়ায়। পরে আসামি পক্ষ ঘটনাস্থল ত্যাগ করলেও বাদিপক্ষ মানববন্ধন করে। দুই পক্ষই বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত।
বাদি পক্ষের অভিযোগ, কৃষক দুলায়েত হোসেন হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তরা এখনও ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। পুলিশ জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বুধবার (২ এপ্রিল) মানববন্ধন করার চেষ্টা করলে সেখানেও বাধা দেয় আসামি পক্ষের লোকজন।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আমরা অনেকে এ ঘটনার সঙ্গে জড়িত না হয়েও আসামি হয়েছি। মানববন্ধনে ব্যানারে ছবি ব্যবহার না করার অনুরোধ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর অতর্কিত হামলা হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় কৃষক দুলায়েত হোসেনকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমআর/টিসি