চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে পাঠানিয়া গোদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন-বহদ্দারহাট বাড়াইপাড়ার সিরাজ কলোনির বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মো. সাজ্জাদ (২৪), বাঁশখালীর জলদী এলাকার রেজাউল করিমের ছেলে রোমান ইসলাম রাজু (১৯) এবং চাঁদপুর জেলার খেরিহর চকিদার বাড়ির আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ নাছির।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ধারালো দা-ছুরি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
পিডি/টিসি