ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় বিরল প্রজাতির সাদা পেঁচা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
আনোয়ারায় বিরল প্রজাতির সাদা পেঁচা উদ্ধার ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সাদা পেঁচা উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এ প্রাণীটি উদ্ধার করা হয়।

ওইদিন রাতেই একটি খোলা মাঠে পেঁচাটিকে অবমুক্ত করে প্রশাসন।

জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের বিলে কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির পেঁচাটি।

স্থানীয় লোকজন প্রাণীটিকে উদ্ধার করে খাঁচায় রাখে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে রাতে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এটি সাদা প্রজাতির লক্ষ্মী পেঁচা। বর্তমানে প্রাণীটির সংখ্যা আমাদের দেশে কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০  ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।