চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সাদা পেঁচা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এ প্রাণীটি উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের বিলে কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির পেঁচাটি।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এটি সাদা প্রজাতির লক্ষ্মী পেঁচা। বর্তমানে প্রাণীটির সংখ্যা আমাদের দেশে কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
পিডি/টিসি