ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর স্মরণে নগর ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, জুলাই ৩১, ২০২৪
বঙ্গবন্ধুর স্মরণে নগর ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন ...

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে (অস্থায়ী) চট্টগ্রাম নগর ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহাম্মেদ ইমু , সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল, মোহাম্মদ আরাফাত ইমাম উদ্দিন নয়ন, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌসিফ, আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার,  চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুর নবী শাহেদ, ২৫ নং রামপুরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম মুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।