ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে ৩০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, আগস্ট ২৫, ২০২৫
হালদা থেকে ৩০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার 

চট্টগ্রাম: হালদা নদী থেকে ৩০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৫ অগাস্ট) দুপুরের দিকে দক্ষিণ মাদার্শা ইউনিয়নের হালদা নদীর শাখা খাল কাটাখালির মুখ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

জানা গেছে, হালদা নদীর শাখা খাল কাটাখালির মুখ থেকে আজ দুপুরের দিকে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়৷ পরে দায়িত্বরত নৌ পুলিশ ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মৃত ওই ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটির ওজন প্রায় ৩০ কেজি হতে পারে।

ডলফিনটির শরীরে আঘাতের লম্বা একটি চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন চালিত নৌকার আঘাতে ডলফিনটির মৃত্যু হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরীয়া  বাংলানিউজকে বলেন, আমাদের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করে। সুরতহাল করার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।