ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে বালু উত্তোলন: ৪ ড্রেজার ও ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি (চট্টগ্রাম) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, আগস্ট ২৫, ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলন: ৪ ড্রেজার ও ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর ও নতুন বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪টি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং প্রায় ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় ভুজপুর থানা পুলিশের একটি দল এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।