ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াতে ইসলামীর কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, আগস্ট ২৫, ২০২৫
জামায়াতে ইসলামীর কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান  ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম চৌধুরী বলেছেন, যত ধরনের পরিস্থিতিই আসুক, জামায়াতে ইসলামীর কর্মীরা হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না, মাথা নত করবেন না। ধৈর্য ও দোয়ার মাধ্যমে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

 

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার অধীনে দেওয়ান বাজার ওয়ার্ড আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের অফিস (বিআইএ) মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা বৈঠকে তিনি সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত ব্যাখ্যার মাধ্যমে কর্মীদের ধৈর্য, মনোবল ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের করণীয় তুলে ধরে তিনি বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ৭ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া প্রতিটি কর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে তিনি বলেন, গতানুগতিক নির্বাচনে প্রত্যেক ভোটারের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় না। কিন্তু পিআর পদ্ধতিতে প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন হবে, প্রতিটি দলের ও প্রতিটি এলাকার প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় থাকবে।

শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন কোতোয়ালী থানা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ জাহের, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।

তারা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কর্মীদেরকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার আহ্বান জানান এবং প্রত্যেক ভোটারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের তাগিদ দেন।

শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ওয়ার্ড আমীর অ্যাডভোকেট আনোয়ার সা’দত এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান।

উপস্থিত ছিলেন ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল হক, আবদুল মতিন,  মো. হোসেন, অহিদুল হক প্রমুখ।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।