ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, আগস্ট ২৬, ২০২৫
পটিয়ায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পটিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেন।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়নের দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া দুই শ্রমিক হলেন, একই এলাকার সোলাইমানের ছেলে মো. নাজিম (২৭) এবং আব্দুল আলিমের ছেলে মো. তারেক (১৯)।

 

জানা গেছে, ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাংলানিউজকে জানান, সেপটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় থাকায় সেপটিক ট্যাংকটিতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। যখন তারা কাজ করতে নামেন তখন অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলে। ট্যাংকের ভিতর দীর্ঘক্ষণ থাকায় তাদের মৃত্যু হতে পারে।  

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।