ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে শুরু হলো ‘আইআর সপ্তাহ’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, আগস্ট ২৫, ২০২৫
চবিতে শুরু হলো ‘আইআর সপ্তাহ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আইআর সপ্তাহ ২০২৫’। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সিইউআইআরএসের উদ্যোগে রোববার (২৪ আগস্ট) বিভাগ প্রাঙ্গণে কেক কেটে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম, অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত, নুসরাত ইয়াসমিন পুষ্প, রেদওয়ান পারভেজ ও সাব্বির মাহমুদ শিবলী।

উদ্বোধনী দিনের কর্মসূচিতে স্নাতক পর্যায়ে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এগুলো পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম ও অধ্যাপক ড. সুজিত কুমার দত্ত। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

তাসনোভা শামীম ইরার সঞ্চালনায় অনুষ্ঠানে সিইউআইআরএস আহ্বায়ক পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া আকতার আনিকা, আবদুল মুকিম, সাফায়েত জামিল নওশান, মুশফিকুর রহমান রবীন, নাজমুল হাসান শাওন ও এইচ এম সাব্বির।

২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এ আয়োজন। এতর থাকছে সেমিনার, আন্তর্জাতিক ইস্যু নিয়ে গোলটেবিল বৈঠক, বিতর্ক ও পোস্টার প্রতিযোগিতা, উদ্যোক্তা মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।