চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসী হেলালের ভাই আরমান হোসেন ফাহিম জানান, ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের পুরুষদের হাত-পা বেঁধে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/পিডি/টিসি