চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের তিন প্রবীণ সাংবাদিক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
তিন সাংবাদিক হলেন, সাংবাদিক-প্রাবন্ধিক মো. মাহবুব উল আলম, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধো সাবের আহমদ আসগারী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল ১১টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে ক্লাবের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম এবং সদস্য গোলাম মাওলা মুরাদ অনুরোধ জানিয়েছেন।
পিডি/টিসি
।