ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: ধর্ম উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, আগস্ট ২৫, ২০২৫
আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম: বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

উপদেষ্টা বলেন, ইসলাম ধর্ম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়।

এ দেশে ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ভিন্ন ভিন্ন মত, পথ ও মতাদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে কাজ করতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং দেশকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে আমাদের একক ও অভিন্ন ভূমিকা রাখতে হবে।  

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—জাতির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহি জামে মসজিদ নতুন মডেলে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই এ পুনর্নির্মাণ কার্যক্রম চালানো হবে।

বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে মাহফিলে আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল–মাদানি, প্রখ্যাত মুফাসিসরে কোরআন মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন আলোচনা করেন।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।