পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে এলাকার জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালসহ অন্তত ৯ জনের নাম উঠে এসেছে। তারা সবাই ইসলামপুর গ্রামের বাসিন্দা।
এদিকে যুবদল নেতার খুনের ঘটনায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা হয়েছে। এতে স্থানীয় এক যুবদল নেতা নিহত ও একজন আহত হয়েছেন। প্রতিপক্ষরা অভিযুক্ত একজনের বাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ফের যেন কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরএ