খুলনা: খুলনায় ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার থেকে পড়ে নিখোঁজ আকাশের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। আকাশ রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
ঘটনার ৪৮ ঘণ্টা পর শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মরদেহ খুলনার দিকে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, স্থানীয়রা একটি ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। থানা থেকে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের লাশ উদ্ধার করা হয়। তার লাশ নিয়ে খুলনার উদ্দেশ্যে নৌপুলিশের একটি দল ইতিমধ্যে রওনা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও আকাশকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রূপসা ও সদর থানা নৌপুলিশ এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোস্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে নদীতে অভিযান চালিয়েও তার সন্ধান পাননি। অবশেষে ঘটনার ৪৯ ঘণ্টার পর বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে আকাশের লাশ উদ্ধার করা হলো।
এমআরএম