ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে নুরের পথসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, আগস্ট ২২, ২০২৫
গোপালগঞ্জে নুরের পথসভাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা গোপালগঞ্জে নুরের পথসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে গণঅধিকার পরিষদের পথসভাকে কেন্দ্র করে জেলা পুলিশ নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।  

শুক্রবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মুকসুদপুর কলেজ মোড়ে এ পথসভা শুরু হয়েছে।

পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বক্তব্য রাখবেন। পথসভায় গোপালগঞ্জ জেলা সভাপতি আল আমীন সরদার সভাপতিত্ব করছেন।

এ পথসভাকে কেন্দ্র করে সভাস্থল ও আশপাশের এলাকায় র‌্যাব, পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে শত শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা মুকসুদপুরের পথসভা শেষ করে যশোর জনসভায় যোগ দিতে রওনা হবেন।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, সেজন্য পথসভাস্থল, আশপাশ ও যাত্রাপথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এ ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়, আহত হন অনেকে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।