ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হৃদরোগে আক্রান্ত খুলনা কারাগারের হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, অক্টোবর ১১, ২০২৫
হৃদরোগে আক্রান্ত খুলনা কারাগারের হাজতির মৃত্যু

খুলনা: খুলনা জেলা কারাগারের জয়নাল আবেদীন (৪৫) নামের এক হাজতি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদীন মহানগরীর পূর্ব বানিয়াখামারের আশরাফ হোসেনের ছেলে।

খুলনা জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, বৃহস্পতিবার বুকে ব্যথা অনুভব করলে জয়নাল আবেদীনকে সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজে (হার্ট ফাউন্ডেশন) নেওয়ার পরামর্শ দেন। সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার রাতে পুলিশ পাহারায় তাকে ঢাকার উদ্দেশে রওনা করা হয়। পথে গোপালগঞ্জে অবস্থার আরো অবনতি হলে কাছের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালেই রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার মুনীর হোসাইন।

 

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ