ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

তার চুরি, উদ্বোধনের রাত থেকেই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, আগস্ট ২৩, ২০২৫
তার চুরি, উদ্বোধনের রাত থেকেই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

গাইবান্ধা ও কুড়িগ্রামের হাজারো মানুষের স্বপ্নপূরণে তিস্তার বুকে দাঁড়ানো দৃষ্টিনন্দন মওলানা ভাসানী সেতু উদ্বোধনের রাত থেকেই অন্ধকারে নিমজ্জিত।

কারণ, সেতুর বৈদ্যুতিক সংযোগের ৩১০ মিটার তার চুরি হয়ে গেছে।

ফলে সন্ধ্যার পরই পুরো সেতুটি অন্ধকারে ঢেকে যাচ্ছে। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে রাতে চলাচলকারী মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।

মোট ৯২৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর নির্মিত হয়েছে ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতু। এটি দেশের ইতিহাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সর্ববৃহৎ প্রকল্প। এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)।

তার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া তার উদ্ধারে ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, উদ্বোধনের দিনগত রাতেই কে বা কারা সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। এ কারণে ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বলেনি। তবে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলছে। দুয়েক দিনের মধ্যেই সেতুটি আবার আলোকিত হবে।

গত বুধবার (২০ আগস্ট) বহুল প্রত্যাশিত এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।