ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদচর্চা বহাল আছে : টিআইবির নির্বাহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, আগস্ট ২৩, ২০২৫
কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদচর্চা বহাল আছে : টিআইবির নির্বাহী

খুলনা: কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদের চর্চা এখনো বহাল আছে। আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, অবৈধ লেনদেন, ঘুষ, গ্রেপ্তার এমনকি জামিন বাণিজ্যও বহাল রয়েছে।

এসব দিকে নজর রেখেই গণমাধ্যমকর্মীদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দলীয় দৃষ্টিকোণের উর্ধ্বে থেকে রিপোর্ট প্রকাশ করা উচিত।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যানশাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শনিবার (২৩ আগস্ট) সকালে খুলনায় গণমাধ্যমকর্মীদের দিনব্যাপী ইলেকশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তৃতায় এসব কথা বলেন।

মহানগরীর রূপসা স্ট্র্যান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে এ প্রশিক্ষণে খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক এবং বিভিন্ন টিভি ও অনলাইনের ৩০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণটি সমন্বয় করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক এবং সহায়তায় ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর সাইমুম মৌসুমী বৃষ্টি।

এতে রিসোর্সপার্সন হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ফ্রিল্যান্স ডাটা জার্নালিস্ট অ্যান্ড অ্যাডুকেটর মুহাম্মদ ইমরান।

উদ্বোধনী বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের বেশ কয়েকটি দিকে নজর রাখা উচিত। এর মধ্যে সমান প্রতিযোগিতার ক্ষেত্রটি নিশ্চিত হচ্ছে কি না, নির্বাচন কমিশন, প্রমাণ, আইন-শৃঙ্খলা বাহিনী এমনকি রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে কি না ইত্যাদি পর্যবেক্ষণে রাখা জরুরি। বিশেষ করে বিগত কর্তৃত্ববাদী সরকার আমলের সর্বশেষ তিনটি নির্বাচনের ধারাবাহিকতা এখনো বহাল আছে কি না সেটি মাঠ পর্যায়ের সাংবাদিকদেরই দেখার দায়িত্ব। সে ক্ষেত্রে পেশাদারিত্বের পরিচয়ে রিপোর্টিং করা উচিত, কোনো প্রকার দলীয় দৃষ্টিকোণ থেকে নয়। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের ও গণমাধ্যমকর্মীদের ভূমিকাও নজরে রাখতে হবে পেশাদার সাংবাদিকদের। অতীতের ন্যায় যেন দলীয় দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষক নিয়োগ না হয় বা সাংবাদিকদের নামে নির্বাচনী কাজে হস্তক্ষেপ কেউ করছে কি না সেটিও পেশাদার সাংবাদিকদের নজরে রাখার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। এছাড়া ভোটারদের অধিকার বাস্তবায়ন হচ্ছে কি না, আইন-শৃঙ্খলা ঠিক আছে কি না এগুলোর প্রতিও তফসিল ঘোষণার আগে ও পরে গণমাধ্যমকর্মীদের নজরে রাখতে হবে।

ড. ইফতেখার আরও বলেন, সাংবাদিকদের মনে রাখতে হবে আগামী নির্বাচনে কিন্তু ৫ আগস্টের পরাজিত শক্তি বসে থাকবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্যদিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হচ্ছে কি না সেটিও সাংবাদিকদের নজরে রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।