খুলনা: ভোক্তা অধিকার অধিদফতর খুলনায় লাজ ফার্মায় অভিযান চালিয়েছে নকল ওষুধ বিক্রির অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করা করেছে। তাৎক্ষণিক জরিমানা অর্থ পরিশোধ করেছে ওষুধটি সরবরাহ প্রতিষ্ঠান অ্যাডোরোবেলা হেলথ কেয়ার।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার বিভিন্ন ফার্মেসিতে নকল ওষুধ সরবরাহ করে আসছিল। সাইফুল্লাহ আল রাব্বি নামের এক ভোক্তা গত মে মাসে লাজফার্মা থেকে একটি ওষুধ কেনেন। প্রায় সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রি করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযানে বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অর্থ পরিশোধ করেছে ওষুধটি সরবরাহ প্রতিষ্ঠান অ্যাডোরোবেলা হেলথ কেয়ার। এই নকল ওষুধ মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। তাই অন্যান্য ফার্মেসিতে এ ধরনের ওষুধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
লাজফার্মার সিও মঈনুদ্দিন বলেন, ভোক্তা অধিকারের তথ্যমতে তারা চেষ্টা চালিয়ে ঝিনাইদহ অবস্থিত অ্যাডোরোবেলা হেলথ কেয়ারের মার্কেটিং অফিসার তানভির আহমেদ পলাশকে ১৮ আগস্ট ভোক্তা অধিকারের কাছে হাজির করেন। তাদের Ithching Reliefe Lotion (চুলকানি নিরাময়) নামের চর্ম রোগের ওষুধটি নকল ওষুধ বলে শনাক্ত হয়। এ ওষুধ বিক্রির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেন। ওই কোম্পানি লাজফার্মার হিসেবে জরিমানার টাকা পাঠায়। লাজফার্মা সেই টাকা ভোক্তা অধিকারকে প্রদান করে।
এমআরএম