ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ছেলেরও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, আগস্ট ১৮, ২০২৫
শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ছেলেরও প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মুরশিদা খাতুন (২৯) নামের এক নারী। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসে ছেলে মুজাহিদ হোসেন (১০)।

সেও মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে একই সঙ্গে মা ও ছেলের মৃত্যু হয়।  

সোমবার (১৮ আগস্ট) বিকেলে শিবগঞ্জ পৌরসভার চক দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  
 
মুরশিদা খাতুন ওই মহল্লার মো. মোরসালিনের স্ত্রী এবং মুজাহিদ হোসেন তাদের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হন মুরশিদা। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে ছেলে মুজাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।