ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

সারাদেশ

কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, আগস্ট ১৭, ২০২৫
কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিকেল হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। জেলার সংস্কৃতি হাব বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।
উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন। এক পর্যায়ে চিকিৎসকরা দেখতে পান, উপদেষ্টার শরীর থেকে ক্রমশ ঘাম বের হচ্ছে।

তখন চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।