নওগাঁর আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শনিবার (১৬ আগস্ট) সকালে মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকার একটি বেড়িবাঁধের কয়েক সেন্টিমিটার ভেঙে যায়।
স্থানীয়রা বলছে, এই একই স্থান গেল বছরও ভেঙে যায়। এরপর মাসখানেক আগে বেড়িবাঁধের এই অংশটুকু মেরামত করা হয়। কিন্তু নদীতে পানি বাড়ায় আবার ভেঙে গেছে।
এদিকে বেড়িবাঁধ ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।
এদিকে নওগাঁর ছোট যমুনা, আত্রাই ও পুনর্ভবা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে।
আরবি