ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

সারাদেশ

বিএনপি হিন্দুদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, আগস্ট ১৬, ২০২৫
বিএনপি হিন্দুদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে: দুলু বক্তব্য দিচ্ছেন এমএম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এমএম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিই একমাত্র দল, যারা এদেশের হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। ভবিষ্যতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলার নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় হিন্দু সম্প্রদায়ের ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূষণগাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দির কমিটির সভাপতি বাচ্চু কুমার প্রামাণিক।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করে। অথচ বিগত আওয়ামী লীগ সরকার হিন্দু সমাজকে সব সময় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তাদের আমলেই হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, দেশে নির্বাচন হবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। জনগণ যদি আমাকে পছন্দ না করে, তবে তাদের পছন্দের অন্য কাউকেই ভোট দিতে পারে। তবে ভোট পেছানোর যেকোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

২০০১ সালের পর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি দাবি করে দুলু বলেন, নাটোরের উন্নয়ন আমার হাত ধরেই হয়েছে। অথচ আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার পর আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, অন্যথায় ষড়যন্ত্রকারীরা তৎপর হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন ও নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাস।

অনুষ্ঠানে জেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।