ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: ওয়াহাব আকন্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, অক্টোবর ১৩, ২০২৫
দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: ওয়াহাব আকন্দ  লিফলেট বিতরণ করছেন নেতাকর্মীরা

ময়মনসিংহ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিগত ১৭ বছর ভোট দিতে না পেরে দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। কিন্তু গুটিকয়েক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

তারা অযৌক্তিক দাবি নিয়ে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আগামী নির্বাচনে দেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।  

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার ও জিলা স্কুল মোড় এলাকার ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারণায় মহানগর মহিলা দল এই লিফলেট বিতরণের আয়োজন করে। এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন সংগঠনের নেতাকর্মীরা।  

এতে আরও অংশগ্রহণ করেন- মহানগর মহিলা দলের সহসভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার শিলা, বিলকিস আরা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহাবুবা, মহিলা দল নেত্রী আঁখি, শিউলী আক্তার, পারভীন, আনিছা আকতার, আকলিমা খন্দকার, ডানা প্রমুখ।   

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।