ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

নড়াইলে মাদক মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, আগস্ট ১৮, ২০২৫
নড়াইলে মাদক মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল হোসেন

নড়াইলে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার এ দণ্ডাদেশ দেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে জয়নাল হোসেন, খুদায়েরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রনি ইসলাম এবং পাবনা আটঘড়িয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে আলিম খান।  

তবে সাজাপ্রাপ্তদের মধ্যে জয়নাল হোসেন আদালতে উপস্থিত থাকলেও বাকি দুইজন রনি এবং আলিম পলাতক রয়েছেন।

আলাদত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৪ নভেম্বর ১৪৭ বোতল ফেনসিডিলসহ আসামিরা নড়াইল সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরে পুলিশের করা মামলায় কারাভোগের একপর্যায়ে রনি ইসলাম এবং আলিম খান জামিনে মুক্ত হয়ে পালিয়ে যান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ দুপুরে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।