টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্দেহে কুড়াল দিয়ে কুপিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর গ্রামের নামাপাড়ায় এ ঘটনা ঘটে।
রোজিনা বেগম তরফপুর গ্রামের মুচিরচালার হাসমত আলীর মেয়ে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তরফপুর গ্রামের নামাপাড়ার বাসিন্দা খবির উদ্দিনের ছেলে আব্দুল লতিফের (৪৬) সঙ্গে একই গ্রামের হাসমত আলীর মেয়ে রোজির বিয়ে হয়। তাদের ঘরে নবম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও ছেলে রয়েছে। বছর খানেক ধরে পরকীয়া সন্দেহে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এক সপ্তাহ আগে ঝগড়া হলে স্ত্রী রোজিনা বাপের বাড়ি চলে যান। গতকাল রোববার লতিফ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। সোমবার সকালে ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে দেন। দুপুরে বসত ঘরে শুয়ে থাকা স্ত্রীকে কুড়াল দিয়ে গলার ওপর কোপ মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আব্দুল লতিফ পালিয়ে যান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর স্বামী আব্দুল লতিফ পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
আরএ