ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

সারাদেশ

রংপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, আগস্ট ১৮, ২০২৫
রংপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার লাভলু মিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ব্যক্তিগত সহকারী লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে হারাগাছ থানা পুলিশ।

রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন এলাকায় বিশেষ অভিযানে কোতোয়ালি থানার মামলায় পলাতক আসামি মো. লাভলু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানা গেছে।  

সোমবার (১৭ আগস্ট) রাত আড়াইটার দিকে ডিসি ক্রাইমের নির্দেশনায় পুলিশ পরিদর্শকের (তদন্ত) তত্ত্বাবধানে হারাগাছ থানাধীন মদামদন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে মোবাইল টিম-৪১, ৪২ ও ৪৩ এর সদস্য এসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম, এসআই আজমত, এএসআই স্বপন রায় ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।  

গ্রেপ্তারকৃত আসামি হলেন- হারাগাছ এলাকার মদামদন গ্রামের মো. তইবুল খাঁর ছেলে মো. লাভলু মিয়া। পরে তাকে কোতোয়ালি থানা রংপুরে হস্তান্তর করা হয়।  হারাগাছ থানার ওসি জানান, অনেকদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে লাভলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।  

সোমবার বিকেলে কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি লাভলু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার নামে কোতোয়ালি থানায় মামলা থাকায় গ্রেপ্তার করা হয়।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।