যশোর: যশোরে সোয়া এক কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। পরে এগুলো জব্দ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। এর ওজন ৮৩১ গ্রাম।
আটকরা হলেন রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল এ অভিযান চালানো হয়।
জব্দ সোনার বাজার মূল্য এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। এগুলো আটকদের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে নিয়ে আসছিলেন। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল তাদের।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসএইচ