ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খুলনায় ফিল্ম স্টাইলে গুলি, ২ যুবক গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, অক্টোবর ১৪, ২০২৫
খুলনায় ফিল্ম স্টাইলে গুলি, ২ যুবক গুলিবিদ্ধ

খুলনা: খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মনির হাওলাদার ( ২২) ও হানিফ শেখ (২২ নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের ১৯ নং রোডে ১০-১৫ জন মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত এলোপাতাড়িভাবে গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন।

মনির ওই এলাকার বাসিন্দা আলম শেখের ছেলে এবং হানিফ শেখ একই এলাকার বাসিন্দা সিরাজ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ৮-১০টি মটরসাইকেলে এসে গুলি করা শুরু করে দুর্বৃত্তরা। আমরা অবাক হয়ে যাই। মনিরের সাথে আরও ২/৩ জন ছিল তারা দৌঁড় দিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে। মনির কাজ শেষে চায়ের দোকানে বসে চা পান করছিল। আর ওদের মজুরি ভাগ করছিল। এ সময় বাসায় থাকা হানিফের গায়েও গুলি লাগে। হানিফ রাজ মিস্ত্রীর কাজ করে। এরা কোন মারামারি কিছুই করেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) সহকারি কমিশনার ( মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা মটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের নিতম্বে গুলিবিদ্ধ হন। এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ তবে তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

কি কারণে দুর্বৃত্তরা তাদের গুলি করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানান তিনি।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।