শরীয়তপুর: শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে "জাগো শরীয়তপুর" নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু সরদার, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক টিটু আকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীসহ নানান শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আজকে আমরা এক ঘণ্টার কর্মসূচি দিয়েছি। যদি সরকার আমাদের দাবি প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার না করে, তাহলে পরবর্তীতে পদ্মা সেতু সম্পূর্ণ ব্লক করে রাখা হবে।
আরএ