ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিলে নেমে ভেসে গেলেন বাবা, ছেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, অক্টোবর ১৪, ২০২৫
বিলে নেমে ভেসে গেলেন বাবা, ছেলে উদ্ধার মারখালা বিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর মারখালা বিলে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে সিদ্দিক খাঁ (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ছেলে একরাম খাঁ ভেসে গেলেও স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সিদ্দিক ওই ইউনিয়নের সেলিমনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে সিদ্দিক ও তার ছেলে একরাম তিতাস নদীর মারখালা বিলে তাদের জমির কচুরিপানা পরিষ্কার করতে নামেন। এ সময় পানির প্রবল স্রোতের কবলে পড়ে দুজনই ভেসে যান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে একরামকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে সিদ্দিক ডুবে গিয়ে এখনও নিখোঁজ রয়েছেন।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নবীনগর ফায়ার সার্ভিস ও ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।