শরীয়তপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শফিকুর রহমান কিরণের পক্ষ থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের নির্দেশে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের নেতৃত্বে ঘড়িষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মতিউর রহমান সাগর বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় এলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য হয়ে এ জনপদকে এগিয়ে নেবেন। এছাড়া তিনি মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
এসআই