ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দলিল লেখক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, অক্টোবর ১৪, ২০২৫
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দলিল লেখক নিহত প্রতীকী ছবি

রাজবাড়ী শহরের শ্রীপুরে মাইক্রোবাসচাপায় আব্দুল হান্নান (৫৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড় ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মৃত খায়রুল্লাহ রশিদের ছেলে। তিনি পাংশা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী হোটেল শ্রমিক মো. সোহান জানান, দুপুরে জেলা সদর উপজেলা পরিষদের সামনে হেঁটে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল হান্নান। এ সময় রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়মুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রহিমা ইয়াসমিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয় এক যুবক মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলে রেখেছেন। মাইক্রোবাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। লাশ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।