হবিগঞ্জের আজমিরীগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে কুশিয়ারা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নোয়ারগর গ্রামের মির্জা (৩০), জহুর আলী (২৫), সফিক (৪০), মিজান (২৬) ও রমজান (২৫)। তাদের প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার এক নম্বর সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের একটি ইঞ্জিনচালিত নৌকায় ৬০-৭০ জন বরযাত্রী নিয়ে দুপুরে পাহারপুর সড়ক থেকে কুশিয়ারা নদী হয়ে বানিয়াচঙ্গ যাচ্ছিল। পৌরসভার ইলামনগর গ্রাম অতিক্রম করার সময় নৌকাটি নদীর ওপর ঝুলে থাকা পল্লী বিদ্যুতের মূল তারে স্পর্শ করলে পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে তারা নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। পরে সাঁতরে তাদের উদ্ধার করা হয়।
বরযাত্রী বশির আহমেদ ও কুদরত আলী জানান, ঝুলন্ত তারের কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. নুরুল আমীন বলেন, তার ঝুলে থাকার বিষয়টি সঠিক নয়। এক খুঁটি থেকে আরেক খুঁটির মধ্যবর্তী স্থানে তার কিছুটা নিচু থাকে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।