বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা মাঝে ১ হাজার ৮০০ কদবেল, সুপারি ও কুলের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সামছউদ্দীন-নাহার ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে এই চারা বিতরণ করা হয়।
এসময় সামছউদ্দীন-নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জি, বাগেরহাট বন্ধুসভার সভাপতি মাহমুদ হোসেন শোভন, দৈনিক প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক, বাগেরহাট বন্ধুসভার সহ-সভাপতি তৌফিক হারুন, সাংগঠনিক সম্পাদক ইমরান শিকদার, দপ্তর সম্পাদক তয়ন সাহা, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, নাফিজ রিশাদ, তাহুরুন নেসা ইপসা, কেএম বনি, শহিদুল ইসলাম ইমন, আবু তালেব, আলিমুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে পাওয়া চারা বাড়ির আঙিনায় গাছ রোপণ করে পরিবেশরক্ষার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীরাই আমাদের আগামী। তারাই আমাদের পরিবেশ সুরক্ষার প্রহরী হবে। শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় শপথ নিয়েছেন, আমরা এমন উদ্যোগের মাধ্যমে এই চর্চা ছড়িয়ে দিতে চাই। শিক্ষার্থীদের মাঝে বিতরণের পাশাপাশি এ দিন বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক ফল ও ফুলের চারা রোপণ করা হয়েছে। এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।
এমআরএম